বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৬:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শুক্রবার রাত ৯টার দিকে বাঘা শাহী মসজিদের পাশের দীঘিপাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলেন- বাঘার পাকুড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম (৪২), রবিউল ইসলাম ওরফে রবিন (২০) এবং মো. মিঠু (৩২)। জেলা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার তিনজনের প্রত্যেকের কাছে ৫০ গ্রাম করে হেরোইন পাওয়া গেছে। জব্দ করা এসব হেরোইনের দাম প্রায় ১৫ লাখ টাকা। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।