বুধবার, ২২ মে ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ আটপাড়ায় প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রার বাগালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা আটপাড়ায় খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও এম. সাজ্জাদুল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ফরিদপুরে গরমে বেড়েছে তাল শাঁসের বিক্রি
নিশাঙ্কার সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

নিশাঙ্কার সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক :
পাথুম নিশাঙ্কার প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ২৯২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে লঙ্কানরা। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দাসুন শানাকার দল।

কলম্বোতে বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান তোলে শ্রীলঙ্কা। নিরোশান ডিকওয়েলা ২৬ বলে ২৫ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হন।

এরপর কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে জয়ের ভিত গড়ে দেন আরেক ওপেনার নিশাঙ্কা। কুশল মাঠ থেকে অবসরে যাওয়ার আগে ১৭০ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৮৭ রানে থাকার সময় পায়ে ক্র্যাম্প করায় মেন্ডিস দুজনের কাঁধে ভর করে মাঠ ছাড়েন।

কুশলের সেঞ্চুরি ভাগ্য এ দিন না থাকলেও ১২৩ বলে কাঙ্খিত সেঞ্চুরির দেখা পান নিশাঙ্কা। লক্ষ্য তাড়ায় কুশল মাঠ ছাড়ার পর নিশাঙ্কাকে সাময়িক সঙ্গ দেন ধনঞ্জয়া ডি সিলভা। তার ব্যাটে আসে ১৭ বলে ২৫ রান।

দলের রান যখন লক্ষ্যের খুব কাছে (২৮৪) তখন ঝাই রিচার্ডসনের একই ওভারে বিদায় নেন নিশাঙ্কা এবং শানাকা। ১৪৭ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ১৩৭ রান করেন নিশাঙ্কা। শানাকা রানের খাতাই খুলতে পারেননি। ১২ বলে ১৩ রান করে শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে পৌঁছে দেন চারিথ আসালঙ্কা।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৯১ রান করে অস্ট্রেলিয়া। দলটির হয়ে সর্বোচ্চ ৭০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ট্রাভিস হেড। ৬২ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এ ছাড়া অ্যালেক্স ক্যারির ব্যাটে আসে ৪৯ রানের একটি ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ৪৯ রান খরচায় তিন উইকেট নেন জেফরি ভ্যানডারসে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com