বুধবার, ২২ মে ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ আটপাড়ায় প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রার বাগালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা আটপাড়ায় খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও এম. সাজ্জাদুল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ফরিদপুরে গরমে বেড়েছে তাল শাঁসের বিক্রি
২ ব্রাজিলিয়ানের গোলে বসুন্ধরার জয়

২ ব্রাজিলিয়ানের গোলে বসুন্ধরার জয়

নিউজ ডেস্ক :
৩৮ দিন পর পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বসুন্ধরা কিংস মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ে বসুন্ধরা কিংস ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

কিংসের এই ম্যাচের দুই গোলদাতাই ব্রাজিলিয়ান। দুই ব্রাজিলিয়ান গোল দু’টি করেছেন দুই মিনিটের ব্যবধানে। ৩৬ মিনিটে মিগুয়েল ফেরেইরা ম্যাচে লিড এনে দেয়ার দুই মিনিট পরই অধিনায়ক রবসন রবিনহো করেন আরেক গোল। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-০ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।

 

আজ মঙ্গলবার (২১ জুন) মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে বসুন্ধরা কিংসকে গোলের জন্য ৩৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এর দুই মিনিট আগে রহমতগঞ্জ দশ জনের দলে পরিণত হয়। জিয়াউর রহমান সোহেল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। রহমতগঞ্জ দশ জনের দলে পরিণত হওয়ার কিছুক্ষণ পরেই ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা গোল করেন। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন আরেক ব্রাজিলিয়ান।

এই হারে রহমতগঞ্জ কিছুটা অবনমনের চাপে পড়েছে। ১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ১০ নম্বরে রয়েছে পুরান ঢাকার ক্লাবটি। এক ম্যাচ কম খেলা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা ক্রীড়া সংঘের পয়েন্ট যথাক্রমে ৮ এবং ৬।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com