নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় স্থানীয় সংসদ সদস্যের অনুকুলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২২জুন) বেলা ১২টার সময় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি টেলিকনফারেন্সের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ হিসেবে উপজেলার ১০০ জন অসহায়, দুস্থদের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ প্রমুখ।