মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এর আগের ২৪ ঘণ্টায়ও ২৭ জন হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে বর্তমানে রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ১১৩ জন রোগী ভর্তি রয়েছেন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জুন একজন মারা গেছেন বলে জানা গেছে। এটিই চলতি বছর ডেঙ্গুতি প্রথম মৃত্যু।
অধিদপ্তর বলছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার একই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর এ ২৬ জনের মধ্যে ১১ জন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একজন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। গেছেন ১০৫ জন।