শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
আটককৃতরা হলো,সদর উপজেলার মতেপুর গ্রামের শহীদুল্লাার ছেলে মো.মিজানুর রহমান (৩২) একই গ্রামের মতেপুর গ্রামের মৃত কামালের ছেলে মো. সাইফুল ইসলাম (২২)।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ২ মাদক কারবারিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলগী রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করে ইউপি চেয়ারম্যান।
ঘোষবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম আলাউদ্দিন বলেন, সম্প্রতি এলাকায় গরু চুরি বৃদ্ধি পায়। এ কারণে গতকাল বুধবার রাতে স্থানীয় লোকজনসহ গরু চুরি প্রতিরোধে আলগী রাস্তার মাথা এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। ওই সময় ব্যাটারি চালিত অটোরিকশায় করে দুই ব্যক্তি ওই স্থানে আসে। তাদের চেহারা দেখে সন্দেহ হওয়া তাদেরকে তল্লাশি করলে ৩৬ পিস ইয়াবা পাওয়া যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ইয়াবাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।