মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :
ভারতে পাচারের সময় বেনাপোল স্থলবন্দর থেকে একটি স্বর্ণের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে বন্দরের বাস টার্মিনালের গ্রিন লাইন পরিবহণ থেকে চালানটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, ঢাকা-কলকাতাগামী গ্রিন লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) পরিবহণের সিটের নিচ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহেদ মীনহাজ সিদ্দিকী বলেন, ঢাকা থেকে বেনাপোল আসা গ্রিন লাইনের ওই পরিবহণ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, বিজিবির স্বর্ণের চালান জব্দের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।