মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন

আইপিটিভির সাংবাদিককে অনুষ্ঠান থেকে বের করে দিলেন তথ্যমন্ত্রী

আইপিটিভির সাংবাদিককে অনুষ্ঠান থেকে বের করে দিলেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক :
আইপি টিভির এক সাংবাদিককে অনুষ্ঠান থেকে বের করে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

জানা যায়, আজ শুক্রবার (২৪ জুন) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ড. হাছান। এ সময় স্বাভাবিক ভাবেই গণমাধ্যমকর্মীরা মন্ত্রীর সামনে মাইক্রোফোন রাখেন। এ সময় সামনে থাকা একটা আইপি টিভির মাইক্রোফোন দেখে রেগে যান মন্ত্রী। সঙ্গে সঙ্গে সেই আইপি টিভির রিপোর্টার কে ডাকেন এবং প্রশ্ন করেন তার আইপি টিভির নিবন্ধন আছে কি? জবাবে রিপোর্টার জানান নিবন্ধন নাই। তখনই রেগে যান মন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, বৈধ অনলাইন পোর্টাল হলেও তাদের ভিডিও কন্টেন্ট প্রচার অবৈধ। আপনার তো কোনোটাই নেই। পরে মাইক্রোফোন নিয়ে সেই রিপোর্টারকে চলে যেতে বলেন ড. হাছান। এরপর চুপিসারে স্থান ত্যাগ করেন তিনি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com