মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ আটপাড়ায় প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রার বাগালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা আটপাড়ায় খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও এম. সাজ্জাদুল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ফরিদপুরে গরমে বেড়েছে তাল শাঁসের বিক্রি
৪ মাসের রেকর্ড ভেঙে ভারতে একদিনে শনাক্ত ১৭ হাজারের বেশি

৪ মাসের রেকর্ড ভেঙে ভারতে একদিনে শনাক্ত ১৭ হাজারের বেশি

নিউজ ডেস্ক :
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে ভারত।

এতে করে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। গত ২০ ফেব্রুয়ারির পর এই প্রথম দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ১৭ হাজারের গণ্ডি পার করেছে। একদিনেই দেশে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায়, সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

এদিকে ভারতে দৈনিক আক্রান্তের পাশাপাশি একদিনে মৃতের সংখ্যাও রয়েছে দুই অংকের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জনে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৮৮ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টাতেই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ২৯৪ জন। দেশের মোট আক্রান্তের ০.২ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। সংক্রমণের দৈনিক হার দাঁড়িয়েছে ৪.৩২ শতাংশে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মোট পাঁচটি রাজ্য থেকেই সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে। এরমধ্যে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৮ জন। এরপরেই রয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৯০ জন।

এছাড়া দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৪ জন। আরেক দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতেও বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩ জন। হরিয়ানাতেও একদিনে ৮৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

দিল্লিতে একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। বৃহস্পতিবার যেখানে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯২৬ ছিল, সেখানেই গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৪ জনে। গত ৪ ফেব্রুয়ারির পর এই প্রথম আক্রান্তের সংখ্যা ২ হাজারের কাছাকাছি পৌঁছাল রাজ্যটিতে।

এদিকে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণও রয়েছে ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। তবে সংক্রমণে কারোর মৃত্যু হয়নি। অন্যদিকে, একদিনেই রাজ্যে করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭১ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com