মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ০৯:২৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।
ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘হাসপাতালে ভর্তির পরই তার কিডনি সাটডাউন হয়ে গিয়েছিল। বর্তমানে তার অবস্থা ঝুঁকিমুক্ত নয়।’
তিনি বলেন, ‘বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। তবে হাসপাতালে করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় বাসায় নিতে হচ্ছে। প্রয়োজনে আবারও হাসপাতালে আনা হতে পারে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে, প্লাটিলেট দিতে হচ্ছে। তাই যেকোনো সময় তার হৃদযন্ত্র বিকল হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানিয়ছেন চিকিৎসকরা।