বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে প্রবাসীর স্ত্রী রিয়া খাতুন (১৯) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকাল ৫ টার দিকে পৌর এলাকার ভগমন্তপুর গ্রামের আসগর আলীর মেয়ে রিয়া খাতুন ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
নিহত রিয়ার পিতা জানান, ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখতে পাই রিয়া ফ্যানের সাথে ঝুলছে। পুলিশ খবর পেয়ে রিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (রামেক) মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আতœহত্যার ঘটনায় পুলিশ তদন্ত করছে। আট মাসে আগে গোদাগাড়ী গ্রামের রাকিবের ছেলে সাব্বির সঙ্গে রিয়ার বিয়ে হয়। এরপর সাব্বির বিদেশে চলে গেলে রিয়া তার পিতার বাড়ীতে থাকতেন।