বুধবার, ৩১ মে ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভোলাহাটে আ’লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভোলাহাটে আ’লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

গোলাম কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে মেডিকেল মোড় মুজিব চত্বরে জমায়েতের পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, সহ সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, সহ সভাপতি মোঃ আইয়ুব আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফরাজুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ গরিবুল্লাহ দবির, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শোভাযাত্রা শেষে মুজিব চত্বরে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সন্ধ্যায় মুজিব চত্বরে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে সরকারের নির্দেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ উদযাপন করা হয়। তবে মোহবুল্লাহ মহাবিদ্যালয় দিনটি পালন না করায় শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com