বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুঃখে বুক ফেটে যাচ্ছে, যার যায় সেই বোঝে’ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য
৩ দিন বিদ্যুৎহীন কুলাউড়া হাসপাতাল

৩ দিন বিদ্যুৎহীন কুলাউড়া হাসপাতাল

নিউজ ডেস্ক :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ২২ জুন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ৩ দিন থেকে হাসপাতালের আবাসিক ওয়ার্ডে এবং জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, ২২ জুন বুধবার দুপুরে হাসপাতালের পুরাতন ভবনের বিদ্যুৎ নিয়ন্ত্রণ প্যানেলে শর্টসার্কিটের জন্য ত্রুটি দেখা দেয়। এতে দুর্ঘটনা এড়াতে নিয়ন্ত্রণ প্যানেলের বিদ্যুৎ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়। কিন্তু স্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়ায় আবাসিক ওয়ার্ড, জরুরি বিভাগ, ল্যাব, যক্ষ্মা পরীক্ষা ইউনিট, ওষুধ শাখা, প্রসূতি অপারেশন থিয়েটার, চিকিৎসক ও নার্স রুম ও প্রশাসনিক শাখায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাতে জরুরি বিভাগ ও আবাসিক ওয়ার্ডে রোগীদের অন্ধকারে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

বিষয়টি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর জন্য উদ্যোগ নেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন জানান, বুধবার থেকে হাসপাতালের বিদ্যুতের ত্রুটি দেখা দেওয়ায় কন্ট্রোল প্যানেলে মেইন সুইচসহ সব গুরুত্বপূর্ণ সুইচগুলো অতিরিক্ত গরম হয়ে যায়। এতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এ আশঙ্কায় পুরো ভবনের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। পরে বিদ্যুৎ বিভাগের লোক জানান, পুরো ভবনের ইন্টারনাল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি রয়েছে। এগুলো সংস্কার করতে হবে।

তিনি বলেন, বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানিয়েছি। কিন্তু এই মুহূর্তে বরাদ্দ না থাকায় হাসপাতালের বিদ্যুতের সংস্কার কাজ করা যাবে না বলে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে। পরে ইউএনওকে বিষয়টি জানালে তিনি দ্রুত সেটা সংস্কারের উদ্যোগ নেন। ইতোমধ্যে তিনি অর্থ জোগাড় করে দিয়েছেন। বিদ্যুতের টেকনিশিয়ানরা কাজ শুরু করেছেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, বর্তমানে হাসপাতালের জরুরি ও আবাসিক বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কাজটি শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। দেরি হলে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। মেরামত কাজে কতক্ষণ লাগতে পারে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

স্বাস্থ্য বিভাগের ঢাকাস্থ প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. মনিরুল হক জানান, কুলাউড়া হাসপাতালের পুরাতন ভবনের সংস্কার কাজ চলমান আছে। এই কাজে বিদ্যুতের সংস্কার কাজ করা হবে। পুরো ভবনের বিদ্যুতের কাজ করতে হলে নতুন করে টেন্ডারের মাধ্যমে বরাদ্দ করতে হবে। যেটি সময় সাপেক্ষ। আমি মৌলভীবাজারে দায়িত্বে ছিলাম। এ হাসপাতালের বিষয়টি জানা আছে। তারপরও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com