বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক :
পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খোলা আরও এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিনি সেতুর রেলিং থেকে নাট ও বল্টু খুলছেন আবার লাগিয়ে দিচ্ছেন।
ভিডিওটি অনেকেই ফেসবুকে শেয়ার ও পোস্ট করে ওই যুবকসহ এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এর আগে, বিকেলে পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া যুবক বায়েজিদ তালহাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তাকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি পদ্মা সেতুর নাট খুললেন, তা জানতে চাওয়া হবে। সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।