শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন

সাবিনাদের ক্রীড়া মন্ত্রীর অভিনন্দন

সাবিনাদের ক্রীড়া মন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক :
মালয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের এ মাহেন্দ্রক্ষণে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল দারুণ জয় পেয়েছে। নারী ফুটবলারদের এ সাফল্য পদ্মা সেতু উদ্বোধনের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন পূর্বে গণভবনে আমাদের নারী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এ সংবর্ধনার কারনে নারী ফুটবলাররা অত্যন্ত উজ্জ্বীবিত ও গৌরবান্বিত বোধ করেছে। আজকের এ পারফরম্যান্স সেটাই প্রমান করেছে। আমি ক্রীড়া অন্তঃপ্রান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৬-০ ব্যবধানে জয়লাভ করে এবং দ্বিতীয়টি ড্র করেছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com