সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক :
ইউক্রেনের তিন সেনা স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উচ্চ ধরনের নির্ভুল অস্ত্র ব্যবহার করে এই হামলা করা হয়। হামলাস্থলের মধ্যে লেভিভের স্তেরেচি জেলা রয়েছে। এই জেলাটি ন্যাটো সদস্য পোলান্ড থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে অবস্থিত।
জার্মানিতে জি-সেভেন নেতাদের বৈঠকের মধ্যে হামলার এই ঘটনা ঘটল।
কিয়েভ শনিবার বলেছে, বেলারুশ থেকে রাশিয়া এসব হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের এমন দাবির বিষয়ে মন্তব্য করেনি রাশিয়া।
এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কোভ বলেন, হামলায় ইউক্রেনের সেনা ইউনিট যুদ্ধ করার ক্ষমতা হারিয়েছে।
এদিকে ইউক্রেনের কেন্দ্রে অবস্থিত চেরকাসি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহতসহ পাঁচজন আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা।