শুক্রবার, ০২ Jun ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
বাগমারায় আরিফ হোসেন (৩৫) নামে পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়েন উদ্দীনের ছেলে। এলাকায় আইন শৃংখলা বিঘœ করার অপরাধে তাঁর বিরুদ্ধে দ্রæত বিচার ট্রাইবুনালে মামলা হয়।
ওই মামলার পরোয়ানাভুক্ত আসামী হওয়ায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বাগমারা থানার উপ পরিদর্শক আল ইমরান অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে। তার বাড়ি কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামে। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন বিভিন্ন সময় এলাকায় নানান অপকর্মের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তার আরিফ হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।