শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন

ইউক্রেনের লিসিচানস্কের তেল শোধনাগার রাশিয়ার দখলে

ইউক্রেনের লিসিচানস্কের তেল শোধনাগার রাশিয়ার দখলে

নিউজ ডেস্ক :
পূর্ব ইউক্রেনের লিসিচানস্ক শহরের একটি তেল শোধনাগার রাশিয়ান সৈন্যরা ‘সম্পূর্ণ দখলে নিয়েছে’ বলে করা হচ্ছে। তবে ইউক্রেনের পক্ষে থেকে বলা হয়, রাশিয়ান সৈন্যরা আংশিক সাফল্য পেয়েছে।

শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

রুশ সমর্থিত লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর)-এর সহকারী মন্ত্রী ভিটালি কিসেলেভ জানিয়েছেন, রাশিয়ান সেনারা পূর্ব ইউক্রেনের লিসিচানস্ক শহরের একটি তেল শোধনাগার ‘পুরোপুরি দখলে নিয়েছে’।
তিনি বলেন, আজ আমাদের সেনারা এটি একেবারেই নিয়ন্ত্রণে নিয়েছে। আমাদের সেনারা শোধনাগারের ভেতরে প্রবেশ করেছে। লিসিচানস্কের ৫০ শতাংশ জায়গায় নিয়ন্ত্রণ করছে রাশিয়ান বাহিনী।

তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া এখনও শহরের তেল শোধনাগার এলাকায় হামলা চালাচ্ছে। এতে আংশিক সাফল্য পেয়েছে। প্ল্যান্টের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব অংশ নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

সূত্র: সিএনএন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com