রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক :
দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন যুদ্ধ ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ বা ডিআরডিও) এই পরীক্ষা চালিয়েছে।
শুক্রবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার কর্নাটকের চিত্রদুর্গের ‘অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ’-এ ওই যুদ্ধ ড্রোনের সফল পরীক্ষা চালানো হয়।
‘অটোনমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমনস্ট্রেটর’ নামে ওই ড্রোনের নকশা করেছে ভারতীয় সংস্থা ‘অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট’।
এই ড্রোন ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম বলে ডিআরডিওর একটি সূত্রে জানা গেছে। তবে শুধু ভূমিতে নয়, পাশাপাশি আকাশে শত্রু ড্রোনকে চিহ্নিত করে আকাশেই সেটিকে ধ্বংস করার প্রযুক্তিও এই ড্রোনে অন্তর্ভুক্ত করা যায় বলে দাবি করা হয়েছে।