শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
সৌদির রাষ্ট্রীয় অতিথি হয়ে হজে গেলেন শোয়েব আখতার

সৌদির রাষ্ট্রীয় অতিথি হয়ে হজে গেলেন শোয়েব আখতার

নিউজ ডেস্ক :
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পাকিস্তানের বিখ্যাত পেসার শোয়েব আখতার এ বছর হজ পালন করতে যাচ্ছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হয়ে আজ হজ পালন করতে দেশটিতে পা রেখেছেন তিনি।

নিজের হজ করতে যাওয়ার খবরটা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শোয়েব। নিজের ইহরাম পরা ছবি দিয়ে আজ টুইট করেছেন তিনি, পুরো প্রক্রিয়ায় সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানে সৌদি আরবের দূতাবাস আর তার দেশের সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালকিকে। মক্কায় মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের অংশগ্রহণে হজ সম্মেলনে ভাষণও দেবেন তিনি।

টুইটে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে যাচ্ছি। মক্কায় মুসলিম

বিশ্বের নেতৃবৃন্দের অংশগ্রহণে হজ সম্মেলনে ভাষণও দেব আমি। পাকিস্তানের সৌদি দূতাবাস ও পাকিস্তানে সৌদি আরবের সম্মানিত রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালকিকে ধন্যবাদ।’

এরপর আরও একটি পোস্টে তিনি জানিয়েছেন, পাকিস্তানের চলমান সংকট নিরসনে প্রার্থনা করবেন তিনি। সেই পোস্টে তার ম্যানেজার তাহা সাদাকাতকে ট্যাগ করে শোয়েব লিখেছেন, ‘তাহা সাদাকাতকে নিয়ে এই পবিত্র যাত্রাটা শুরু করছি। ইন শা আল্লাহ, আমার প্রিয় দেশ পাকিস্তানের জন্য অনেক প্রার্থনা করব, যে দেশটি এখন সত্যিই খুব কঠিন সময় পার করছে।’

সেই টুইটে তিনি আবারও সৌদি সরকারকে ধন্যবাদ জানান, ‘আরও একবার সৌদি আরবের সরকারকে বিশেষ ধন্যবাদ, যারা আমাদের এই যাত্রার আমন্ত্রণ জানিয়েছেন।’

৪৬ বছর বয়সী সাবেক এই পেসার খেলোয়াড়ি জীবনে খ্যাতির চূড়ায় ছিলেন তার আগ্রাসী বোলিং দিয়ে। পাশাপাশি মাঠের বাইরের বিভিন্ন কাণ্ডেও সবসময় আলোচনার শীর্ষে থাকতেন তিনি। ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ঘণ্টায় ১০০ মাইল গতির বল করেছিলেন তিনি। এমন কীর্তি তিনি আরও একবার ছুঁয়েছেন ক্যারিয়ারে। ২০১১ বিশ্বকাপ খেলে তিনি ক্রিকেটকে বিদায় জানান।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com