শুক্রবার, ০২ Jun ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক :
বৃষ্টির কারণে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টস হতে দেরি হচ্ছে। শনিবার রাত সাড়ে ১১টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই খেলা এখনো মাঠে গড়ায়নি।
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ ০-২ ব্যবধানে হারের পর এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ দল। শনিবার ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে।
গত দুদিন ধরেই ডমিনিকায় আটলান্টিকে সৃষ্ট ঝড়ের কারণে টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিনও বৃষ্টি হওয়ার কথা ছিল। এই বেরসিক বৃষ্টির কারণে যদি ম্যাচটি ভেস্তে যায় তবে সবচেয়ে বেশি হতাশ হবেন স্থানীয় দর্শকরা।
কারণ এই ম্যাচ দিয়েই ৫ বছর পর ডমিনিকার উইন্ডসর পার্কে মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ২০১৭ সালের প্রলয়ঙ্করী হারিকেন মায়ার কারণে উইন্ডসর পার্ক পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। দীর্ঘদিন পর আবারও সেই স্টেডিয়ামকে খেলার উপযুক্ত করা হয়েছে।