শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :
বিক্ষোভকারীরা লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর টোব্রুকের পার্লামেন্টে হামলা চালিয়েছেন। সেইসঙ্গে ভবনের কিছু অংশে আগুন দিয়েছেন। জীবনযাত্রার অবনতি এবং কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার পরিপ্রেক্ষিতে শুক্রবার তারা এই ক্ষোভ প্রকাশ করেন।
অনলাইনে পোস্ট করা বহু ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। শুক্রবার লিবিয়ায় ছুটির দিন হওয়ায় ভবনটি খালি ছিল।
লিবিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস রাজধানী ত্রিপোলি থেকে ৬০০ মাইল (১ হাজার কিলোমিটার) পূর্বে টোব্রুক-এ অবস্থিত।
ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে লিবিয়ার অন্যান্য শহরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাজধানী ত্রিপোলিতে বিক্ষোভকারীরা নির্বাচনের আহ্বান জানিয়েছেন।
তাদের দাবির সমর্থনে অন্তর্র্বতীকালীন ঐক্য সরকারের প্রধান আবদুল হামিদ দ্বীবাহ বলেছেন, দেশের সব প্রতিষ্ঠান পরিবর্তন করা দরকার।
সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান