মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩০ পূর্বাহ্ন
মোহাঃসফিকুল ইসলাম , শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছত্রাজিতপুর জাগরণী যুব সংঘের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ লাখ টাকা ব্যয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহসানসহ অন্যরা। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।