বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৩৪ অপরাহ্ন

শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

শিবগঞ্জে পুঠিমারী বিলে কাজল আলী (৩৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত যুবক উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝাবুবাজার-মোহনবাগ গ্রামের শুকুর আলীর ছেলে। সোমবার সকালে উপজেলার কানসাট পুঠিমারী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানায়, সকালে পুঠিমারী বিলে কাজ করতে গেলে একটি গাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় যুবকের মরদেহ ঝুঁলতে দেখে থানা পুলিশে খবর দেয় কৃষকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাকছুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তদন্ত রির্পোটের পর জানা যাবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com