শুক্রবার, ০২ Jun ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন
মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম সহ শিশুককল্যাণ বোর্ডের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।