সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন

লালপুরে কলেজ অধ্যক্ষের সংবাদ সম্মেলন

লালপুরে কলেজ অধ্যক্ষের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, লালপুর :
নিয়ম মেনে বৈধ পন্থায় গভর্নিং বডি গঠনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নাটোরের লালপুর উপজেলার রামপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী।

সোমবার (৪ জুলাই) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য কালে অধ্যক্ষ বলেন, নিজ স্বার্থ চরিতার্থ করার হীন উদ্দেশ্যে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ইদ্রিস আলী লালু গত ৩০ জুন কমিটি বাতিলের দাবিতে যে মানববন্ধন করেছেন তা সম্পূর্ন ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
বোর্ডের কমিটি গঠন সংক্রান্ত সকল নির্দেশনা মেনেই গভর্নিং বডি গঠন করা হয়েছে। কাজেই বর্তমান অনুমোদিত কমিটি সম্পূর্ণ বৈধ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাড়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আনিসুর রহমান, অভিভাবক সদস্য আঃ মুত্তালেব, জয়েন উদ্দিন, সাহাবাজ আলী, আলতাব হোসেন, আরিফা খাতুন, শিক্ষক সদস্য নবীর উদ্দিন, আনোয়ার হোসেন ও শামিমা ইয়াসমিন প্রমুখ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com