বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন-সমাপনী অনুষ্ঠিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় দলের পাঁচ নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা
মুস্তাফিজ কোরবানি দেবেন ২টি গরু, দুটি ছাগল

মুস্তাফিজ কোরবানি দেবেন ২টি গরু, দুটি ছাগল

নিউজ ডেস্ক :
জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এখন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। আসছে ঈদুল আজহায় বাড়িতে ফেরার সম্ভাবনা নেই তার। বাড়িতে না থাকলেও তিনি ঈদে গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে দুটি গরু ও দুটি ছাগল কোরবানি দেবেন।

কোরবানীর জন্য এ চারটি গরু ও ছাগল কেনা হয়ে গেছে। তবে মুস্তাফিজ বাড়িতে না থাকতে পারায় পরিবারের সদস্যদের মন খারাপ। অবশ্য সবার আগে দেশ। এটাও জানেন পরিবারের সবাই।

তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের ভাই মোকলেছুর রহমান পল্টু ঢাকা পোস্টকে বলছিলেন, ‘এবার ঈদে মোস্তাফিজের বাড়িতে ফেরার সম্ভাবনা নেই। তবে প্রতিদিনই বাড়িতে কথা বলে খোঁজখবর নেয় সে। এ বছর ঈদে মুস্তাফিজ দুটি গরু ও দুটি ছাগল কোরবানি করবে। কোরবানির পশুগুলো ইতোমধ্যে বাড়িতে এসে গেছে।’

 

পরিবারের আদরের ছেলে কাছে নেই, স্বাভাবিকভাবে মা-বাবাসহ পরিবারের বাকি সদস্যদের মন খারাপ। এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের সময় কাটাতে দূর-দূরান্ত থেকে বাড়িতে ছুটে আসেন সবাই। এবার ঈদে বড় ভাই মাহফুজুর রহমান মিঠু বাড়িতে আসবেন না। মুস্তাফিজও নেই। সব মিলিয়ে পরিবারের সব সদস্যদের একটু মন খারাপ রয়েছে। তবে এটা আমরা মেনে নিয়েছি।’

 

মুস্তাফিজের ঘনিষ্ঠ বন্ধু হাফিজুর রহমান হাফিজ বলছিলেন, ‘আগামী ২০ তারিখে দেশে ফেরার কথা রয়েছে মুস্তাফিজের। তবে ঈদ তো সামনের ১০ জুলাই। এমনিতে ও থাকলে ঈদের সময় এক সঙ্গে আমরা খুব আনন্দ করে ঘুরে বেড়াই। তবে ও বাড়িতে না থাকায় এবার ঈদে সেই আনন্দ আর হচ্ছে না। আমি মুস্তাফিজের গরু ও ছাগলগুলো কোরবানির কাজে সহায়তা করে সময় কাটাব।’

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com