মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন

কুষ্টিয়া জেলা দৌলতপুরে জাতীয় শোক দিবস পালনে প্রস্ততি সভা

কুষ্টিয়া জেলা দৌলতপুরে জাতীয় শোক দিবস পালনে প্রস্ততি সভা

 

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে ৫ আগষ্ট বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন, ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পৃথক এসব সভা অনুষ্ঠিত হয়।দৌলতপুর ইউএনও মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

এসময় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা ছিদ্দিকা, দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহম্মেদ স্বপন, মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও দৌলতপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রনি আহমেদ প্রমুখ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com