ভোলাহাটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট সোমবার সকালে ভোলাহাট উপজেলা বিএনপির আয়োজোনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেল দলীয় অফিসে উপজেলা বিএনপির আহবায়ক বাবর আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোহাঃ গোলাম জাকারিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা মোঃ আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বাইরুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওবায়েদ পাঠান প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা বলেন বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক দিয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনকে বেগবান করে স্বৈরাচার সরকারের পতন নিশ্চিতের আহবান জানান বক্তারা।