শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ অপরাহ্ন

আজ কচা নদীর উপর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন

আজ কচা নদীর উপর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন

আজ উদ্বোধন হতে যাচ্ছে পিরোজপুরের কচা নদীর উপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর। গণভবন থেকে ভার্চুয়ালি সেতুটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নদীর দুই পাড়ে তাই বিরাজ করছে সাজ সাজ রব, উচ্ছ্বসিত স্থানীয়রা। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর মূল অবকাঠামোর দৈর্ঘ্য ৯৯৮ মিটার এবং এতে রয়েছে ৯টি স্প্যান ও ৮ পিয়ার।

সেতুটি খুলে দেয়া হলে পিরোজপুর থেকে সড়কপথে বরিশাল ও খুলনায় সরাসরি যাতায়াত করা যাবে কোনো প্রকার ভোগান্তি বা সময়ের অপচয় ছাড়া। সেতুটি নির্মাণে খরচ হয়েছে ৮৯৮ কোটি টাকা। এর মধ্যে ৬৫৪ কোটি টাকা চীন সরকারের অনুদান। বাকিটা নিজস্ব অর্থায়ন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com