রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সোনাইমুড়ীতে অবৈধ কেওড়া জল রাখা ও বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে এই তিনটি প্রতিষ্ঠানের সর্বমোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে দুটি রেস্টুরেন্ট ও একটি বেকারি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সোনাইমুড়ীর চৌরাস্তা ও বাইপাস এলাকায় তদারকিমূলক এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এই অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) মোঃ কাওছার মিয়া।
তিনি সাংবাদিকদের বলেন, অভিযানে অবৈধ কেওড়া জল রাখায় চড়ুইভাতি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, পঁচা-বাসি খাবার রাখায় রাজমহল হোটেলকে ১০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় রাজধানী বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করাসহ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শওকত আলী, ভোক্তা অধিকারের কর্মকর্তাসহ সোনাইমুড়ী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।