শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে সুফল বাগানের ব্যাপক সফলতার মুখ দেখছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম। মধুটিলা রেঞ্জ কর্মকর্তার দেওয়া তথ্য মতে,টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প মময়মনসিংহ বন বিভাগ কর্তৃক উপজেলার মধুটিলা রেঞ্জ আওতায় ২০১৮-১৯ অর্থবছরে নার্সারি উত্তোলন করা হয়। ২০১৯-২০ অর্থবছর হইতে ২০২১-২২ অর্থ বছর পর্যন্ত মধুটিলা রেঞ্জে ৩৭০ হেক্টর জমিতে সুফল বাগান করা হয়। সুফল বাগান বাতকুচি বিটে ১৬০ এবং শমচূড়া বিটে ২১০ হেক্টর ভূমিতে রয়েছে। বাগানে আমলকী,হরতকী,বহেড়া,চালতা,বাশপাতা,বাজনা,পলাশ,শিমুল,কৃষ্ণ চূড়া,গাদিলা,হলদু,গর্জন,শাল,গান্দিগজারী,গোদা,গুডগুটিয়া,চিকরাশি,ছাতিম ইত্যাদি রোপন করা হয়েছে।
প্রতিদিন নিয়মিত সুফলের বাগান পরিদর্শন করা হয়। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান বাতকুচি ও শমচূড়া মোট ৩৭০ হেক্টর ভূমিত্র সুফল বাগান করা হয়। শতভাগ সফল অর্জন হবে বলেও জানান তিনি।