মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
আজ শুক্রবার সকাল৯ঃ৩০ মিনিটে চৌডালা উচ্চ বালিকা বিদ্যালয় হল রুমে মোঃ সাকিম আহম্মেদ এর সভাপতি তে স্বেচ্ছায় করি রক্ত দান হাসবে রুগী বাঁচবে প্রাণ এ-ই শ্লোগানে দূর্নীতি ও মাদক মুক্ত স্বেচ্ছাসেবক রক্ত দান সংস্থা RS Blood Bank আর এস ব্লাড ব্যাংকের আত্মপ্রকাশ হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহাঃ গোলাম কিবরিয়া হাবিব চেয়ারম্যান ৭নং চৌডালা ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনসারুল হক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চৌডালা ইউনিয়ন শাখা মাওলানা মোঃ শাহ্ আলম সাবেক চেয়ারম্যান ৭নং চৌডালা মোঃ কামরুজ্জামান অধ্যক্ষ চৌডালা জোহুর আহাম্মেদ মিয়া কলেজ শান্তির প্রতিক কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথি বৃন্দ
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হায়দার আলী কারিমা, নুসরাত, আসিক, সাকিম, রনি, নদী, আলিম, আজিম, আতিক, সবুজ, রুসা, প্রমুখ
আর এস ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠতা পরিচালক মোঃ সাকিম আহম্মেদ জানান স্বেচ্ছায় রক্তদান শীত বস্ত বিতরন অসহায় ও দরিদ্র মানুষের অর্থিক সহায়তা করা সচেতনতা মূলক ক্যাম্পেইন করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে সাকিম আহম্মেদ সহ চৌডালার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক সমাজের সহযোগিতা কামনা করছেন।