সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এমন মার্কিন ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, এটা চরম সীমালঙ্ঘন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘যুক্তরাষ্ট্রের বক্তব্য, চরম সীমালঙ্ঘন। এটা যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন হতে সাহায্য করবে না, সেই প্রতিশ্রুতিরও বড় লঙ্ঘন।’ এটা তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ভুল বার্তা দিচ্ছে বলে দাবি করেছে চীন।
এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন, চীন আক্রমণ করলে অবশ্য মার্কিন সেনাবাহিনী তাইওয়ানকে রক্ষা করবে। ১৯৭৯ সালে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র অখণ্ডিত চীনকে বিভাজিত করার চেষ্টা করলে চীনও বসে থাকবে না, এমন হুঁশিয়ারিও দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: ফ্রেঞ্চ টি-টোয়েন্টি ফোর