বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন

ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

নিউজ ডেস্ক :
ইমরান খানের বিরুদ্ধে করা মামলা থেকে সন্ত্রাসবাদের ধারাটি বাদ দেওয়ার আদেশ দিয়েছে ইসলামাবাদের আদালত। সোমবার দুই সদস্যের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

শুনানির পর আদালত সিদ্ধান্ত নেয়, ইমরান বিচারক জেবা চৌধুরী ও ইসলামাবাদ পুলিশকে যে হুঁশিয়ারি দিয়েছিলেন তা সন্ত্রাসবাদের পর্যায়ে পড়ে না। এছাড়া বাকি যেসব ধারা ওই মামলায় অন্তর্ভূক্ত করা হয়েছে তা বহাল রেখে মামলা এগিয়ে নেওয়ার আদেশও দিয়েছে আদালত।

২০ আগস্ট ইসলামাবাদের এক ভাষণে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন ইমরান। এরপর তার বিরুদ্ধে অ্যান্টি টেররিজম আইনের আওতায় সন্ত্রাসবাদের অভিযোগে মামলা দায়ের করা হয়।
১৪৪ ধারা ভঙ্গের অভিযোগেও ইমরানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার ধারাও যুক্ত করা হয়।

সূত্র: ডন

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com