বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
র্যাব – ৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত্রি ০৭.৩০ মিনিটে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মিয়াপুর এলাকায় অপারেশন পরিচালনা করে।
র্যাব – ৫ এর উক্ত অভিযানে, বিদেশী পিস্তল-০১টি, ওয়ান শুটারগান-০১টি, ম্যাগজিন-০২টি, গুলি-০৪ রাউন্ড, মোবাইল-০১টি, সীমকার্ড-০২টি উদ্ধার করেন এবং আসামী মোঃ আব্দুজ্জোহা বাবু (৩৮), পিতা-মোঃ রেজাউল করিম- নিশান, মাতা-মোছাঃ ফরিদা বেগম, সাং-নতুন হাবাসপুর (বিনোদপুর), থানা-বাঘা, জেলা-রাজশাহী‘কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।