বুধবার, ৩১ মে ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন

পুঁজিবাজারে ফের হলো প্রি-ওপেনিং

পুঁজিবাজারে ফের হলো প্রি-ওপেনিং

নিউজ ডেস্ক :

ফের প্রি-ওপেনিং সেশন চালু করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছে ৫ মিনিট।

বৃহস্পতিবার বিএসইসির সহকারী পরিচালক মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এক চিঠি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। যা আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

আগামী রবিবার থেকে সকাল ৯টা ২৫ থেকে ৯টা ৩০ মিনিট লেনদেন শুরুর আগে ৫ মিনিট শেয়ার কেনাবেচার অর্ডার দিতে পারবেন বিনিয়োগকারীরা।
এর আগে চলতি বছরের ২০ মে প্রি-ওপেনিং সেশন বাতিল করে বিএসইসি। ওই সময়ে প্রি-ওপেনিং সেশন ছিল ১৫ মিনিট।

এদিকে গত ২৩ আগস্ট পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অন্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের লেনদেনেও সময়সূচিতে পরিবর্তন করে বিএসইসি।

বর্তমানে দেশের ঊভয় শেয়ারবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলে। এরপর দুপুর ১টা ৫০ মিনিট থেকে পোস্ট ক্লোজিং সেশন ২টা পর্যন্ত চালু রয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com