সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রেমিককে বিয়ে করলেন সংগীতশিল্পী নাউমি

প্রেমিককে বিয়ে করলেন সংগীতশিল্পী নাউমি

নিউজ ডেস্ক :
বিয়ে করলেন ‘ক্ষুদে গানরাজ’খ্যাত কণ্ঠশিল্পী জেরিন তাসনিম নাউমি। পাত্র তারই দীর্ঘদিনের প্রেমিক তানজীর সিদ্দিকী। গতকাল বুধবার রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা গেছে, তানজীর সিদ্দিকী বাংলাদেশ থেকে চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট সম্পন্ন করে বর্তমানে কানাডাতে একটি কম্পানিতে কর্মরত।

বিয়ের খবর নিশ্চিত করে নাউমি গণমাধ্যমকে বলেন, ‘তানজীর সিদ্দিকী আমার ভালোবাসার মানুষ। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ভীষণ আনন্দিত। সবাই আমাদের নতুন জীবনের জন্য সকলের নিকট দোয়া চাইছি।’
উল্লেখ্য, ২০০৯ সালের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরিচিতি পান নাউমি। ২০১২ সালে সিডি চয়েসের ব্যানারে প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘নাউমি’। এটি দিয়েই মূলত আলোচনায় আসেন তিনি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com