শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

মাফ চাইলেন ইমরান খান

মাফ চাইলেন ইমরান খান

নিউজ ডেস্ক :
অবশেষে মামলার শুনানির আগে ক্ষমা চাইলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আজ বৃহস্পতিবার ইসলামাবাদ হাই কোর্টে (আইএইচসি) তার বিরুদ্ধে চলা এক মামলার শুনানি হয়। খবর আল-জাজিরার।

জানা গেছে, আদালতের অনুভুতিতে আঘাত হানার প্রশ্নে ইমরান খান ক্ষমা চান। আজ কড়া নিরাপত্তার মাঝে কোর্টে হাজির হন ইমরান খান। এসময় ইমরান খান বলেন, আমি যদি কোনো সীমা অতিক্রম করে থাকি তাহলে ক্ষমাপ্রার্থী। এমন আর হবে না। আমি কখনোই আদালতের অনুভুতিকে আঘাত করতে চাইনি।

এই সময় তিনি আদালতকে অনুরোধ করেন তাকে যেন বিচারক জবা চৌধুরীর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে এইদিন আইএইচসি-এর প্রধান বিচারক আতহার মিনাল্লাহ বলেন, আজকে আদালত ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেবেন না।
উল্লেখ্য, শাজবাজের ওপর নির্যাতনের জন্য ইসলামাবাদ ইনস্পেক্টর-জেনারেল এবং ডেপুটি ইনস্পেক্টর-জেনারেলকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ইমরান খান। এমনকি তিনি হুঁশিয়ারি দেন এক বিচারককেও। এরপরেই ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com