শুক্রবার, ০২ Jun ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শেষ তিন আসরে করোনাভাইরাসের কারণে পরিবর্তন আনা হয়েছিল। এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় স্বাভাবিক অবস্থায় ফিরতে চলেছে আইপিএল।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন, ২০২৩ সালে আবার আগের মতো হোম-অ্যাওয়ে ভিত্তিতে হবে আইপিএলের সব ম্যাচ। এরই মধ্যে প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনে এটি জানিয়ে দেওয়া হয়েছে। যাতে অংশগ্রহণকারী দশ দলের জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারে তারা।
প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনে দেওয়া বার্তায় গাঙ্গুলি লিখেছেন, ‘আইপিএলের ২০২৩ সালের আসরে আগের মতো হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। অংশগ্রহণকারী দশ দলের সবাই নিজেদের নির্ধারিত হোম ভেন্যুতে হোম ম্যাচগুলো খেলবে। এছাড়া বছরের শুরুতে নারী আইপিএলের চিন্তাও রয়েছে।’