বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৬:১৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক :
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন তার দেশের নানা অঞ্চলে চালানো হামলায় ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। এর প্রতিবাদে তিনি ইরানের রাষ্ট্রদূতকে তিরস্কার করা হবে বলেও জানিয়েছেন জেলেনস্কি। এছাড়াও কিয়েভের ইরান দূতাবাসের কূটনীতিকের সংখ্যাও কমানো হবে বলে ঘোষণা দেন তিনি।
জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সেনারা এখন পর্যন্ত ইরানের তৈরি ৮টি ড্রোন ভূপাতি করেছে।
জেলেনস্কি বলেন, ‘আজকে রাশিয়ার সেনারা ইরানি ড্রোন ব্যবহার করে দানিপ্রোপেত্রোভস্ক ও ওডেসায় হামলা চালিয়েছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই ঘটনার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানোর নির্দেশনা দিয়েছি।’
ইরানের এমন অবন্ধুসুলভ আচরণের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পক্ষ ইরানের রাষ্ট্রদূতকে তার স্বীকৃতি থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান জেলেনস্কি। সেই সাথে কিয়েভের ইরান দূতাবাসে কূটনৈতিকের সংখ্যাও কমানো হবে।
সূত্র: আল জাজিরা