বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

পতাকা বৈঠকের পর ৫৮ গরু ফেরত দিলো বিএসএফ

পতাকা বৈঠকের পর ৫৮ গরু ফেরত দিলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে সীমান্ত থেকে আটক করে নিয়ে যাওয়া ৫৮ গরু ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের উপস্থিতিতে লিখিত মুচলেকা নিয়ে গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি ১ ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চর খিদিরপুর বিওপি সীমান্তের কাছ দিয়ে বাংলাদেশি নাগরিকের ৫৮টি গরু ঘাস খেতে খেতে ভারত সীমান্তের আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। পরে বিএসএফ ব্যাটালিয়নের রাজানগর ক্যাম্পের টহল দল গরুগুলো আটক করে নিয়ে যায়।

ঘটনার পরপর পবার খিদিরপুর বিওপি কমান্ডার এবং রাজানগর ক্যাম্প কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গরুগুলো বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com