শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ৩০

পঞ্চগড়ে নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ৩০

নিউজ ডেস্ক :
পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। আর আরও আটজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাদের মধ্যে পাঁচটি শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন।

এসআই শওকত আরও জানান, এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com