রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:১২ পূর্বাহ্ন
মো: সফিকুল ইসলাম শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকার শিংনগর বিওপি ক্যাম্পের উদ্যোগে ও ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক তত্বাবধায়নে শিংনগর ক্যাম্পের পাশে এলাকার ২ শতাধিক হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন, রাজশাহী মেডিকেল হাসপাতাল ও ৫৩ বিজিবি ব্যাটালিয়নের চিকিৎসক ডাক্তার মোঃ ফুয়াদ কবীর। এসময় উপস্থিত ছিলেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মোঃ শাহজাহান, শিংনগর ক্যাম্পের সুবেদার মোঃ আনোয়ার, হাবিলদার মোঃ এমদাদুল হক, নায়েক মেডিকেল সহকারী আব্দুল বারী, ল্যান্স নায়েক মোঃ রিয়াজ, ল্যান্স নায়েক
মেডিকেল সহকারী মোঃ আদন আলী ও চিকিৎসকের সহকারী মমতাজ বেগম প্রমূখ।
চিকিৎসাকালে এলাকার ২ শতাধিক রোগীকে ৬০ ধরনের ঔষধ দেয়া হয়। এর মধ্যে শিশু, যুবক, বৃদ্ধ পুরুষ-মহিলাদের চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।