মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:২১ অপরাহ্ন

এক সপ্তাহে প্রায় ৫০ হাজার রুশ নাগরিক ফিনল্যান্ডে প্রবেশ করেছে’

এক সপ্তাহে প্রায় ৫০ হাজার রুশ নাগরিক ফিনল্যান্ডে প্রবেশ করেছে’

নিউজ ডেস্ক :
স্থলসীমান্ত ব্যবহার করে গত সপ্তাহে ৫০ হাজারের বেশি রুশ নাগরিক ফিনল্যান্ডে প্রবেশ করেছে। সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিজার্ভ ফোর্স থেকে ইউক্রেনে যুদ্ধ করার জন্য সেনা নেওয়ার ঘোষণা দেওয়ার পর এই ঘটনা ঘটেছে।

ফিনিশ সীমান্ত বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে ৫০ হাজার ৬৫৯ জন রুশ নাগরিক ফিনল্যান্ডে ঢুকেছে। শুধুমাত্র মঙ্গলবার প্রবেশ করেছে ৭ হাজার ৫২ জন।

পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পর ক্রেমলিন জানায়, রিজার্ভ ফোর্স থেকে ৩ লাখ সেনা যুদ্ধের জন্য নেওয়া হবে। এর পর হাজার হাজার মানুষ প্রতিবেশী ফিনল্যান্ডে পালিয়ে যায়। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমানা রয়েছে। সূত্র: সিএনএন

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com