রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:০৮ পূর্বাহ্ন

ইউক্রেনের ৪ অঞ্চল এখন রাশিয়ার, ঘোষণা দিলেন পুতিন

ইউক্রেনের ৪ অঞ্চল এখন রাশিয়ার, ঘোষণা দিলেন পুতিন

নিউজ ডেস্ক :
ইউক্রেনের কাছ থেকে দখল করা চারটি অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার এই অনুষ্ঠানে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ছাড়াও ইউক্রেনের থেকে দখল করা চার অঞ্চলের রুশ মনোনীত নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যের শুরুতে পুতিন যুদ্ধে নিহত ‘সাহসী’ রুশ সেনাদের জন্য এক মিনিট নিরবতা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, তারা মাতৃভূমির জন্য লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।
ইউক্রেনের চার অঞ্চল লুহানস্ক, দোনেতস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া রুশ ফেডারেশনে যুক্তের ঘোষণা দিয়ে পুতিন বলেন, চার অঞ্চল যুক্ত করার পরিকল্পনা করেছিলাম। ইউক্রেনের জনগণ তাদের রায় জানিয়ে দিয়েছে। গণভোটের ফলাফল পরিচিত, সুপরিচিত বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com