রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :
পূর্ব ইউক্রেনের দোনেতস্কের মস্কো সমর্থিত নেতা দেনিস পুশিলিন জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার দখল করা উত্তরের শহর লাইম্যান আংশিক ঘিরে রেখেছে। শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের ঘনিষ্ঠ এই সহযোগী আরও বলেন, লাইম্যানের কাছে কয়েকটি গ্রাম আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে নেই।
এই অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়া ভয়ংকর উল্লেখ করে দেনিস পুশিলিন বলেন, কিয়েভ সর্বশক্তি দিয়ে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের আগে লাইম্যানে ২০ হাজার মানুষ বসবাস করত। এটা যুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সমর বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের এ শহর থেকে রুশ সেনার পিছু হটতে বাধ্য হলে পূর্ব দোনেৎস্কে রাশিয়ার রসদ পরিবহণ মারাত্মক ঝুঁকিতে পড়বে।