বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:২৬ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
‘‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় দাইপুখুরিয়া বিট পুলিশের উদ্যোগে ও ইউপি সদস্য মনিরুজ্জামান বাবুর সার্বিক সহযোগিতায় দাইপুখুরিয়ার চাকলা ইসলামী সবুজ পাঠাগার চত্বরে আয়োজিত সভায় দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুর জোবায়ের আহাম্মদ, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজমল হক বাদশা, সাধারণ সম্পাদক আবু জাফর লালন ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল আনানসহ অন্যরা। এছাড়া সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা- সমাজ থেকে বাল্যবিয়ে প্রতিরোধ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।