শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন-সমাপনী অনুষ্ঠিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় দলের পাঁচ নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা গোপালগঞ্জে নানান আয়োজনের মধ্য পালিত হলো পহেলা বৈশাখ আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড নিহত-১, আহত-২
এসিডি’র আয়োজনে শিশুবিবাহ প্রতিরোধে শিক্ষক সমিতির প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত

এসিডি’র আয়োজনে শিশুবিবাহ প্রতিরোধে শিক্ষক সমিতির প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিশুবিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ে শিক্ষক সমিতির প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহায়তায় এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মাননীয় জেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম। এই সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি এবং দেবীনগর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ। শুরুতেই প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপর সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এসিডির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর জনাব রুপম কুমার দেব । এসময় তিনি সংস্থা ও প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান, বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ নিয়ে আলোচনা এবং বাল্য বিবাহের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর শিশু বিবাহের কুফল ও সমাজে তার বিরূপ প্রভাব নিয়ে আলোচনা করেন এসিডির প্রোগ্রাম কোঅর্ডিনেটর হুমায়ূন কবীর। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ বাল্য বিবাহের ক্ষেত্রে দেশের আইন ও ধর্মীয় ব্যাখ্যা সম্পর্কে সবাইকে অবগত করেন। তিনি বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে আমাদেরকে নারী শিক্ষার দিকে গুরুত্বারোপ করতে হবে। নারী শিক্ষার হার বাড়াতে পারলে বাল্য বিবাহের হার অনেকাংশে কমানো সম্ভব হবে। যেখানেই বাল্য বিবাহের কোন ঘটনা দেখবেন অবশ্যই শিক্ষা অফিসে অবগত করবেন, বাল্য বিয়ে প্রতিরোধে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, আমরা শিক্ষকরা সমাজের সবচেয়ে মর্যাদার অধিকারী। আমাদের মতামতকে সবাই গুরুত্ব দেয়। তাই আমাদেরকে সকল স্থানে বাল্য বিবাহ প্রতিরোধে বার্তা প্রদান করতে হবে। আমরা হটলাইন নম্বরের ব্যবহার সম্পর্কে সমাজের সবাইকে অবগত করব। জেলা শিক্ষক সমিতির সভাপতি এবং দেবীনগর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ বলেন, আমাদের শিক্ষক সমিতির সমাজের সবাইকে বাল্য বিবাহ প্রতিরোধে সবসময় কাজ করতে হবে। বাল্য বিবাহ আমরা সবাই নিজেদের দ্বায়িত্ব ঠিকমত পালন করলে তবেই আমরা বাল্য বিবাহ থেকে মুক্তি পেতে পারি। সভায় সম্মানিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন চাাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষক সমিতির প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com