শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ অপরাহ্ন

শিবগঞ্জে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

শিবগঞ্জে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি
শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর হাসান মারফত (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত শিশু উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরানটোলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। শুক্রবার বিকেলে নিহতের পিতা মোহাম্মদ হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর কল্যাণীজোলা আমবাগান থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। গত ১০ অক্টোবর সকাল থেকে নিখোঁজ ছিল শিশু হাসান মারফত। নিখোঁজের ঘটনায় ইতিপূর্বে শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই শিহাব উদ্দিনকে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তবে প্রাথমিক ধারণা- কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী সনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com